ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে আহত লাকসাম পৌর ছাত্রলীগ সহসভাপতি অনিকের মৃত্যু

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে আহত লাকসাম পৌর ছাত্রলীগ সহসভাপতি অনিকের মৃত্যু
ইফতেখার অনিক। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত লাকসাম পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৭ দিন আইসিওতে থাকার পর আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন দ্য ডেইলি স্টারকে জানান, 'ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী হামলায় আহত কুমিল্লার লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি অনিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।'  

তিনি জানান, গত ২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের ওপর হামলা ও মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় অনিককে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'এর আগে ওই মারামারির ঘটনায় ছাত্রদল ও যুবদলের ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।'

 

 

 

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago