সবাই মনে করছে আওয়ামী লীগ সরকার আর নেই: ফখরুল

ফখরুল
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সবাই মনে করছে এই (আওয়ামী লীগ) সরকার আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ফখরুল আরও বলেন, 'এ দেশের মানুষ মনে করে, আওয়ামী লীগের সরে গিয়ে একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন দেওয়া উচিত।'

তিনি বলেন, 'আমরা এই কথা বলি না যে, বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। আমরা বলছি, জনগণ তাদের ভোট দিয়ে যেন তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। সেই কাজটি করতে দিতে হবে। এটা তার মৌলিক অধিকার।'

'আন্দোলন তো চলছে। এই চলমান আন্দোলন জনগণের সম্পৃক্ততায় আরও বেগবান হবে। জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই সরকার বিরোধী পক্ষের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে বাধ্য হবে,' বলেন তিনি।

ফখরুল বলেন, 'বাংলাদেশের অবৈধ সরকার, যা অসাংবিধানিকভাবে, জোর করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে আছে তাদের একটিমাত্র লক্ষ্য বাংলাদেশকে লুট করা। বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেওয়া।'

'এই কথাগুলো শুধু আমার কথা নয়, আমাদের দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের কথা নয়, এই কথাগুলো আজকে বিভিন্ন দেশে বাইরেও বলা শুরু হয়েছে। আজকেই আমরা একটা রিপোর্ট দেখেছি, যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত হয়েছে, উন্নয়ন বিভ্রম প্রতিষ্ঠিত হয়েছে; এখানে আসলে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'এই সরকার জনগণের ইচ্ছার বাইরে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশের মানুষের এখন একটি দাবি যে, তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়।'

Comments

The Daily Star  | English

Yunus urges Pakistan PM to settle issues of 1971

he two leaders also expressed their desire to extend cooperation in new areas

10m ago