নবীনগর ও চন্দ্রায় যানজট, সময়সূচি মেনে চলতে পারছে না বাস

চন্দ্রা এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের চিত্র। ছবি: সংগৃহীত

ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীর প্রবেশমুখে এবং উত্তরবঙ্গগামী মহাসড়কে যানজট তৈরি হয়েছে। দীর্ঘ জটে ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে ঘরমুখো মানুষের দুর্ভোগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর ও চন্দ্রা পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। 

এছাড়া, যত্রতত্র বাস থামানোর কারণে বাইপাইলে যানজট তৈরি হয়েছে। রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারেও প্রায় ১ কিলোমিটার যানজট দেখা গেছে।

কন্ট্রোল রুমের এক কর্মকর্তা সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভার ও এর নিচের সড়কে যানবাহন আটকা পড়েছে। আমরা ইতোমধ্যে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।'

বাইপাইল
বাইপাইল এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানোয় যানজট তৈরি হয়েছে। ছবি: আখলাকুর রহমান আকাশ/স্টার

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ ডেইলি স্টারকে বলেন, 'গরুর হাট ও কোরবানির পশুবাহী গাড়ির চাপের কারণে রাজধানীর প্রবেশমুখে ও বের হওয়ার সময় বাসগুলো যানজটে পড়ছে।'

'উত্তরবঙ্গের মহাসড়কেও গাড়ি ধীরগতিতে চলছে। এ পরিস্থিতির কারণে প্রায় সব বাসের সময়সূচী আধাঘণ্টা থেকে ১ ঘণ্টা পিছিয়ে দিতে হচ্ছে,' বলেন তিনি।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে প্রায় ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সালেহপুর ব্রিজ থাকে গাবতলী পর্যন্ত পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে থাকতে দেখা গেছে।

ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রী করম আলীকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, '৪৫ মিনিট ধরে গাড়িতে অপেক্ষা করে ৫ মিনিটের রাস্তা পার হতে পারিনি। বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।'

রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ১ কিলোমিটার যানজট দেখা গেছে। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

যোগাযোগ করা হলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গাবতলী পশুর হাটে অসংখ্য পশুবাহী ট্রাক ঢোকা ও বের হওয়ার কারণে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে গাড়ি ধীরগতিতে চলছে।'

'এটাকে যানজট বলা যাবে না,' যোগ করেন তিনি।
 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago