জান দেবো, কিন্তু জলসীমা দেবো না: হুইপ স্বপন

হুইপ স্বপন
রোববার চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, 'জান দেবো, কিন্তু ভূমি দেবো না। জান দেবো, কিন্তু জলসীমা দেবো না। জান দেবো, কিন্তু সার্বভৌমত্ব বিক্রি করবো না।'

আজ রোববার চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'পৃথিবীর যে কোনো দেশে অন্য দেশের এক প্লাটুন সৈন্যের উপস্থিতি সে দেশের সার্বভৌমত্বে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যত বড় বন্ধুই হোক এক দেশের সৈন্য অন্য দেশে একবার ঘাঁটি করলে তাদের সহজে ফেরত পাঠানো যায় না।'

এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, 'এখনো জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত রাষ্ট্রে বন্ধু আমেরিকার সেনাবাহিনী অবস্থান করছে। সৌদি আরব, কুয়েত, ইরাক থেকেও ফিরে যায়নি।'

স্বপন বলেন, 'আমাদের জাতির পিতা তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহায়তাকারী পরীক্ষিত বন্ধু ভারতের মিত্রবাহিনী মাত্র ৩ মাসের মধ্যে নিজ দেশে সসম্মানে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা বিরল।'

'স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য পৃথিবীর আর কোনো জাতিকে এত ত্যাগ স্বীকার করতে হয় নি। সেই দেশের এক ইঞ্চি মাটিও অন্য দেশকে ব্যবহার করতে দেওয়ার অর্থ জাতির পিতা, ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা সব দেশের সঙ্গে সমমর্যাদার বন্ধুত্বপূর্ণ পরিবেশে একযোগে কাজ করতে প্রস্তুত। কিন্তু কারও দাসত্ব বাঙালি জাতি মেনে নেবে না। প্রয়োজনে বাঙালি রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।'

সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত সমর্থনে সর্বসম্মতিক্রমে সুলতান নাছির উদ্দীন সভাপতি ও সেলিম আফজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

5h ago