নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে ৩ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁ কবরস্থানের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়৷

তাদের নাম— সুবর্ণা আক্তার (১২), আফসানা আক্তার লামিয়া (১১) ও মারিয়া (১০)৷ তারা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী৷

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন৷

তিনি জানান, দুপুরে গোসল করতে নেমে তারা ডুবে যায়৷ স্থানীয় বাসিন্দারা রূপগঞ্জ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, বলেন মোস্তাফিজুর রহমান৷

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago