তপু, জামালদের সাহসী ফুটবল খেলার বার্তা কোচের
প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে বেশিরভাগ সময় জাল অক্ষত রেখেও শেষ মুহূর্তে খেই হারায় বাংলাদেশ। শেষ ১৫ মিনিটের ঝড়ে তালগোল পাকিয়ে হারে ২-০ গোলে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে মালদ্বীপের বিপক্ষে তাই আজ বাঁচা মরার লড়াইয়ে নামবেন জামাল ভূঁইয়ারা। তার আগে কোচ হাভিয়ের কাবরেরা সবাইকে সাহসী ফুটবল খেলার বার্তা দিয়েছেন।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ৪টায় মালদ্বীপের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ হেরে গেলে সেমি-ফাইনালের আশা একদম শেষ হয়ে যাবে।
মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ কাবরেরা জানালেন তারা সম্পূর্ণ প্রস্তুত, 'আমরা তৈরি আছি। আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। লেবাননের বিপক্ষে এক পয়েন্ট না পাওয়াটা ছিল হতাশার। এখন আমাদের জেতা দরকার, আমরা জিততে চাই। দলের আবহ দারুণ, সবাই ইতিবাচক আছে। বিশ্বাস করি লক্ষ্য পূরণ হবে।'
সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে রেকর্ড অবশ্য ভাল না বাংলাদেশের। ২০০৩ সালে সাফ জেতার পথে মালদ্বীপকে হারানোর পর আর তাদের বিপক্ষে এই আসরে নেই সাফল্য। সাফে তাদের সঙ্গে সবশেষ তিন ম্যাচেই হার। সবশেষ প্রীতি ম্যাচেও হেরেছিল ২-০ ব্যবধানে। সব মিলিয়ে অবশ্য ১৫ দেখায় দুই দলেরই জয় ৬টি করে।
পরিসংখ্যান যেমনই হোক বাংলাদেশের কোচ মালদ্বীপকে এগিয়ে রাখতে রাজী নন, 'লেবাননের বিপক্ষে ম্যাচের ফল বাদ দিলে পারফরম্যান্স নিয়ে আমরা খুশি। এই পারফরম্যান্স মালদ্বীপের বিপক্ষে আমাদের শক্তি দিচ্ছে। মালদ্বীপের কাছে সর্বশেষ লড়াইয়ে আমরা হেরেছি, তার আগে কিন্তু জিতেছি। কাজেই আমি মনে করি ফিফটি-ফিফটি ম্যাচ এটা। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কঠিন লড়াইয়ে প্রস্তুত।'
বাংলাদেশ যেখানে লেবাননের কাছে হেরে শুরু করেছে আসর। মালদ্বীপ সেখানে ভুটানকে ২-০ গোলে হারিয়ে করেছে সূচনা। সুবিধাজনক অবস্থানে থাকলেও মালদ্বীপও এই ম্যাচে চাপে থাকবে। আর সেই সুযোগ নিতে খেলোয়াড়দের সাহসী হতে বললেন কাবরেরা, 'আমি মনে করি চাপ তাদের উপরও থাকবে। মালদ্বীপ এক পয়েন্টের জন্য খেলবে বলে মনে হয় না, কারণ এতা ঝুঁকিপূর্ণ। আমরা তিন পয়েন্ট পেতে মুখি আছি। সেজন্য খেলোয়াড়দের সবাইকে সাহসী হতে হবে।'
র্যাঙ্কিংয়ে একশো ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এমনকি এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হেলায় সেসব সুযোগ হাতছাড়া হওয়ার পর ডিফেন্সের সামান্য ভুলে হজম করতে হয় গোল। ভুল বাদ দিলে প্রথম ম্যাচে নিজেদের উজ্জীবিত ফুটবলের স্মৃতি মাথায় রেখে মালদ্বীপের সামনে দাঁড়াতে চায় বাংলাদেশ, 'প্রথম ম্যাচ থেকে আমরা স্রেফ ইতিবাচক দিকই নেব। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম। এই ম্যাচে এমন সুযোগ পেলে নিশ্চিত আমরা তিন পয়েন্ট নিব।'
Comments