জামাতুল আনসার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ গ্রেপ্তার: সিটিটিসি
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সিটিটিসি।
অস্ত্র ও বিস্ফোরকসহ আজ শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শামিন ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেপ্তার করা হয়েছে।'
আগামীকাল এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
শামিন মাহফুজ এর আগে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা ছিলেন।
জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে ২০১৪ সালে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তখন কারাগারে বসে তিনি নতুন সংগঠন তৈরির পরিকল্পনা করেন বলে পুলিশ জানিয়েছে।
২০১৯ সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া গঠনের পর থেকে তিনি এর নেতৃত্ব দিয়ে আসছিলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বলে সিটিটিসি এর আগে জানিয়েছিল।
Comments