আশ্চর্য মেঘদল!

মেঘ
ছবি: মোস্তফা সবুজ/স্টার

ফরাসি কবি শার্ল বোদলেয়ারকে বাঙালি পাঠকের কাছে বিস্তারিতভাবে পরিচিত করেছিলেন বুদ্ধদেব বসু। তারই অনুবাদে বোদলেয়ারের 'অচেনা মানুষ' শিরোনামের গদ্য-সংলাপাশ্রয়ী কবিতার কয়েকটি পঙতি এ রকম- 'বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কী ভালোবাসো তুমি?/আমি ভালোবাসি মেঘ… চলিষ্ণু মেঘ… ঐ উঁচুতে… ঐ উঁচুতে…/আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল।'

সূদুর ফরাসি মুলুকে মেঘের কোনো রূপ দেখে বোদলেয়ার এই অমর পঙতিগুলো লিখেছিলেন তা জানা যায় না। তবে নদী-মেখলা শ্যামলী নিসর্গের এই বদ্বীপে যখন বর্ষার আগমন ঘটে, তখন আকাশে ধূমল মেঘের ভেলায় বোদলেয়ারের কবিতার সেই আশ্চর্য মেঘদলের সৌন্দর্য হয়তো খুঁজে নেওয়া সম্ভব।

মেঘ
ছবি: মোস্তফা সবুজ/স্টার

ঋতুচক্রের পালাবদলে জলবতী মেঘের বাতাস নিয়ে বাংলার সজল প্রকৃতিতে বর্ষা এসেছে দিনপাঁচেক আগেই। শুরুর দিনটিতে আকাশে মেঘের ঘনঘটা তেমনটি দেখা না গেলেও গত ২ দিন থেকে রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলের আকাশ মাঝেমধ্যেই ছেয়ে যাচ্ছে আশ্চর্য সব মেঘে। ডেকে উঠছে গুরু গুরু গর্জনে। চমক দিচ্ছে বিদ্যুৎ। কখনো কখনো চরাচর ভাসিয়ে দিচ্ছে মৃদু কিংবা অবিশ্রান্ত বর্ষণ।

গত রোববার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাটিরচর এলাকা থেকে বর্ষার বিজ্ঞাপন হয়ে ওঠা ভুসোকালির মতো মেঘের এই ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

54m ago