রাজশাহী সিটি নির্বাচন

‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’, সরে দাঁড়াতে চান জাপা প্রার্থী স্বপন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মাত্র ৩ দিন আগে 'হতাশা' থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

আজ রোববার তিনি দ্য ডেইলি স্টারকে জানান, নির্বাচন থেকে সরে যাওয়ার অনুমতি চেয়ে তিনি দলের কেন্দ্রীয় ইউনিটে একটি আবেদন করেছেন।

স্বপন বলেন, 'আমি হতাশ। যাদের কাছেই ভোট চাইছি, তারা সবাই আমাকে সরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন। কারণ এই নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই।'

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'এই নির্বাচনে অংশ নেওয়া আর না নেওয়া একই কথা। যখন একজন প্রার্থীর জয় নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে যায়, তখন আর সেই নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে থাকে না।'

'ঘনিষ্ঠজনদের সবাই আমাকে প্রার্থীতা প্রত্যাহার করতে বলেছেন। এখানে সুষ্ঠু প্রতিযোগিতার কোনো সুযোগ নেই, কেননা প্রশাসনের সবাই সেই প্রার্থীর প্রতি পক্ষপাতী', বলেন তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণার প্রধান নুরুল ইসলাম সরকার আসলাম ডেইলি স্টারকে বলেন, 'জাপা মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এতদিন পর এসে যদি সরে দাঁড়াতে চান, তবে এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টামাত্র। কারণ আগে থেকেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাঠামো জেনেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন।'

Comments

The Daily Star  | English

Unpacking the proposed reforms to our revenue system

The primary logic behind the separation of revenue tasks at issue is to inject an element of operational independence into the proposed bodies.

8h ago