জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।

জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরেও আগুন দেওয়া হয়। ছবি: স্টার

টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, হেলমেট পরা একদল লোক লাঠিসোঁটা নিয়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছে। এসময় তাদের 'আওয়ামী লীগার দালালেরা হুঁশিয়ার সাবধান' স্লোগান দিতে শোনা যায়।

তারা কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ব্যানার, ফেস্টুন ও চেয়ার নিয়ে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেন। কার্যালয়ের কক্ষের ভেতরেও আগুন দেখা গেছে।

উপকমিশনার মাসুদ আলম বলেন, 'আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য কার্যালয় ত্যাগ করেছেন।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি ​​অফিসার রাশেদ বিন খালেদ ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তারা কল পান এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, 'জাতীয় বেঈমান জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও একই রকম পোস্ট দেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

14m ago