খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

খন্দকার মোশাররফ হোসেন। স্টার ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বর্তমানে খন্দকার মোশাররফের এমআরআইসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে বুকে ব্যথা অনুভব করায় গতকাল দিনগত রাত ১টার দিকে ড. খন্দকার মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

Comments