হাতপাখার মেয়রপ্রার্থীর ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’: ইসি আহসান হাবিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আহসান হাবিব খান। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকে 'আকস্মিক ও বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরও বলেন, 'ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।'

হামলার ঘটনা ছাড়াও বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'সেখানে সবকিছু ঠিক আছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া।'

তার ধারণা, মোট ৪০ শতাংশ ভোটার ভোট দিতে পারেন।

 

Comments

The Daily Star  | English
Grameen Bank ownership changes in Bangladesh

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

3h ago