শিশুকে মারধর

সাময়িক বরখাস্ত হলেন সেই পুলিশ সদস্য

লাইটার চুরির অভিযোগে শিশুকে পুলিশের মারধর
আজ রোববার সকাল ১১টার দিকে নগরীর টাইগারপাস পুলিশ বক্সের পাশে শিশুটিকে মারধর করে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে পুলিশ বক্স থেকে লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর করা সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই ঘটনায় এইটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-এমটি) কীর্তিমান চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার বিকেলে কনস্টেবল শওকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কনস্টেবল শওকত সিএমপির ট্রাফিক বিভাগের রেকার চালানোর দায়িত্বে ছিলেন।

কীর্তিমান চাকমা বলেন 'শিশুকে মারধর করার ঘটনায় যানবাহন শাখার সহকারী কমিশনারকে (এসি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

এর আগে রোববার সকাল ১১টার দিকে নগরীর টাইগারপাস পুলিশ বক্সের পাশে শিশুটিকে মারধর করা হয়। শিশুটি ট্রাফিক বক্সের পাশের একটি দোকানে কাজ করে। পাশের রেলওয়ে কলোনীতে থাকে সে। পুলিশ বক্স থেকে লাইটার নিয়ে আসার অভিযোগে তাকে মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে মারধরকারী পুলিশ সদস্যের ঠোটে জ্বলন্ত সিগারেট দেখা যায়। তবে শিশুটি দাবি করে সে লাইটার নেয়নি।

 

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago