চুরি করতে গিয়ে আইনজীবীকে হত্যা, ২ নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড

আইনজীবী রওশন আক্তার হত্যায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুই আসামি। ছবি: প্রথম আলোর সৌজন্যে
আইনজীবী রওশন আক্তার হত্যায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুই আসামি। ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজধানীর মিরপুরে আইনজীবী রওশন আরা আক্তার হত্যা মামলায় ২ নিরাপত্তা রক্ষীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক। ২০১২ সালের ডিসেম্বর মাসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযুক্ত রাসেল জমাদ্দার ওরফে শাকিল ও সোলায়মান রবিন ওরফে তাজুলের উপস্থিতিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহমেদ আজ রোববার এ রায় ঘোষণা করেন।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

অভিযুক্ত ২ জন অ্যাডভোকেট রওশন আরার বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আইনজীবী রওশন আক্তার। ছবি: সংগৃহীত
আইনজীবী রওশন আক্তার। ছবি: সংগৃহীত

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর অভিযুক্ত ২  আসামি মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে রওশন আরার মিরপুরের বাড়িতে প্রবেশ করেন। তবে রওশন আরা তাদেরকে চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় রওশন আরার স্বামী মাহাবুব-ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাসেল ও সোলায়মানকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

 

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago