বরিশাল সিটি নির্বাচন

ভোট চুরির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আ. লীগ: জাপা প্রার্থী তাপস

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। ছবি: মো. আব্বাস/স্টার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ভোটচুরির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।  

আজ রোববার সকালে প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, 'তারা (আ. লীগ সরকার) ভোট চুরির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সবকিছু একই রয়ে গেছে। মনে হচ্ছে এখানে ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হবে। গোয়েন্দা সংস্থা সরাসরি আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে।'

বিভিন্ন জেলার ক্ষমতাসীন দলের এমপি, পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা এখনো নগরীতে অবস্থান করে নির্বাচন কারচুপির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

'আমরা প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনো ব্যবস্থা নেয়নি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Prime Minister Sheikh Hasina

India extends Sheikh Hasina’s visa amid call for extradition

Hindustan Times reports citing people 'familiar with the matter'

1h ago