চট্টগ্রামে তেলের ওয়াগন-কেমিক্যাল কনটেইনার লরির সংঘর্ষ, নিহত ১

যোগাযোগ বিচ্ছিন্ন বিমানবন্দর সড়ক
সংঘর্ষ
সল্টগোলা রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কন্টেইনারের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কনটেইনারবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে ব্যস্ত বিমানবন্দর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্দরনগরীর বন্দর থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সংঘর্ষের পর হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কনটেনারের নিচে চাপা পড়ে লাভলু ওই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানান, লাভলু মোটরসাইকেলে রাইডশেয়ার করতেন। ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে।

তিনি জানান, বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

তিনি বলেন, 'রাত ১০টা ২০ মিনিটের দিকে ইপিজেড সল্টগোলা লেভেল ক্রসিংয়ে হাইড্রোজেন পার-অক্সাইড বহনকারী একটি লরির সঙ্গে তেলবাহী ট্রেনের ওয়াগনের সংঘর্ষ হয়।'

'দুর্ঘটনার কারণে ব্যস্ত সড়কে যানবাহন চলাচল বিচ্ছিন্ন আছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন,' বলেন তিনি।

সূত্র জানায়, কন্টেইনার লরিটি ডিপো থেকে বেরিয়ে আসার পরপর ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

ইয়ার্ড মাস্টার আব্দুল মালিক দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রেনটিতে ১০টি ওয়াগন আছে। এটির সিজিপিওয়াইতে আসার কথা ছিল।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

People are my life force: PM

Prime Minister Sheikh Hasina today urged the Special Security Force (SSF) to ensure she remains connected with the people, emphasising their importance to her leadership

2h ago