রাবাদাকে অনুসরণ করেন মুশফিক

Musfik Hasan
বাংলাদেশ দলের অনুশীলনে মুশফিক হাসান। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

মুশফিক হাসানের আলোতে আসা বেশিদিন আগের কথা নয়। ২০১৮ সালের আগেও ক্রিকেট বলে খেলতেন না। উত্তরাঞ্চলের ছেলে বয়সভিত্তিক নানা ধাপ পেরিয়ে এখন রীতিমতো টেস্ট দলে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেনদের কাছ থেকে প্রেরণা নিয়ে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে অনুসরণ করে ছুটতে চান তিনি।

২০১৮ সালে লালমনিরহাটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট শুরুর পর বিভাগীয় কোচের নজরে পড়ে ঢুকে পড়েন বয়সভিত্তিক দলে। সহজাত মুন্সিয়ানা দিয়ে পরে ছুটেছেন দ্রুত। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েও রেখেছেন সামর্থ্যের ছাপ।

গত বছর প্রথম শ্রেণীতে অভিষেক, এরপর 'এ' দলের হয়েও সুযোগ পেলে চিনিয়েছেন নিজেকে, জুতসই পারফরম্যান্স দেখা গেছে ঢাকা প্রিমিয়ার লিগেও।

Musfik Hasan & Shakib AL Hasan
অনুশীলনের ফাঁকে সাকিব আল হাসানের সঙ্গে মুশফিক হাসান। ছবি: স্টার

২০ পেরুনো ডানহাতি পেসারের টেস্ট দলে জায়গা পাওয়ার পেছনে প্রথম শ্রেণীতে তার বোলিংয়ের ধরণ, গতি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজেও অনুধাবন করলেন তা, 'আমি মনে করি, প্রথম শ্রেণীর ম্যাচ অনেক ভালো খেলেছি। ওখানে ভালো খেলার সুবাদে আমাকে হয়ত ডাকা হয়েছে (টেস্ট দলে)।'

Musfik Hasan
ছবি: স্টার

জাতীয় দলের আশেপাশে তিনি ছিলেন কিছু দিন ধরে। এবার আনুষ্ঠানিকভাবে সঙ্গী হলেন জাতীয় দলের। সকালে অনুশীলনে নামার সময় সাকিব আল হাসানের সঙ্গে দেখা তার। সাকিব টেস্ট না খেললেও ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। মুশফিককে দেখে ডেকে নিয়ে কথা বলেছেন সাকিব। এবার প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন তিনি, গুরুত্বপূর্ণ এক ম্যাচে ৫ উইকেট নিয়েও অবদান রেখেছেন। সাকিব তাকে এদিনও দিয়েছেন এগিয়ে যাওয়ার প্রেরণা। পেস বোলিং কোচ আরেক গ্রেট অ্যালান ডোনাল্ডের সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করা হচ্ছে নিয়মিত। এতে রোমাঞ্চের দোলা লাগার কথা। তবে জাতীয় দলের আবহ তার কাছে এসেছে বেশ স্বাভাবিকভাবে,  'অনেক ভালো লাগছে। এখানে আজকে ক্যাম্পে জয়েন করলাম। মানে আলাদা কোনো কিছু মনে হচ্ছে না। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে ওয়েলকাম করেছে। বলছে গুড।' 

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন পেসার ভালো করায় বাংলাদেশের পেস আক্রমণ বেশ শক্তিশালী। মুশফিকও তাই অগ্রজ পেসারদের কাছ থেকে নিচ্ছেন প্রেরণা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনুসরণ করে দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদাকে,  'এখন আমি প্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। আমি অনুসরণ করি রাবাদাকে।'

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago