দাউদকান্দি

অর্ধশতাধিক শিক্ষার্থীর ‘গরমে’ অসুস্থ হওয়ার অভিযোগ

অর্ধশতাধিক শিক্ষার্থীর ‘গরমে’ অসুস্থ হওয়ার অভিযোগ
অসুস্থ শিক্ষার্থীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র গরম ও তাপদাহে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করেন।

গতকাল মঙ্গলবার এই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার স্কুলে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেওয়ার পথে মারা যায় হাবিবা। 

আজ বুধবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের অসুস্থতার কথা শুনে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁঞা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ১৬ জন শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দুজন এখনো চিকিৎসাধীন।

অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'চিকিৎসকরা কারণ বলতে পারবেন।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ বলেন, 'আজকের শিক্ষার্থীদের অসুস্থ হওয়া ম্যাস সাইকোজেনিক ডিসঅর্ডার। যা গতকালকের ঘটনার কারণে প্রভাব ফেলেছে।'

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

2h ago