কক্সবাজার পৌর নির্বাচন

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কাউন্সিলর প্রার্থীকে শোকজ

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার জামসেদকে দেওয়া নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে জামসেদকে আগামী ৮ জুন বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জামসেদকে উদ্দেশ্য করে দেওয়া চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী হিসেবে আপনি ২০০-৩০০ জন নারী-পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনী প্রচারণায় কালো টাকা বিতরণকালে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একদল সংবাদকর্মী সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে চলে আসার পথে সংবাদকর্মীদের ওপর অতর্কিত হামলা করে সিসিএনের স্টাফ রিপোর্টার সাংবাদিক মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কার্যক্রম করেছেন মর্মে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবিহিত করেছেন।

এ ঘটনায় কেন জামসেদের প্রার্থিতা বাতিল অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

9h ago