কবে নির্বাচনকালীন সরকার গঠন হবে তা প্রধানমন্ত্রী ঠিক করবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ছোট আকারের মন্ত্রিসভা গঠন করতে পারেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) সেমিনার হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন সরকারে সংসদের বাইরে কাউকে রাখার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার প্রতিরোধে সেপ্টেম্বরে প্রয়োজনীয় সংশোধন আনবে।

আরপিও সংশোধনের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এক বা কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের জন্য একটি নির্বাচনী এলাকার পুরো নির্বাচন বাতিল করা অসাংবিধানিক।

Comments

The Daily Star  | English

Extend tenure of Tk 200 crore stockmarket fund, BSEC urges BB

The commission also wants the fund dedicated for each bank to be increased to Tk 300 crore

32m ago