কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সংলগ্ন জেলখানাবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সংলগ্ন জেলখানাবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'জেলখানা বাড়ি পয়েন্টে সিএনজি অটোরিকশাটি বেপরোয়াভাবে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।'

'নিহত দুজন সিএনজিচালক ও তার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি,' বলেন তিনি।

এদিকে জেলখানা রেলক্রসিংয়ে কোনো রেলগেট ও গার্ড নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago