বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ১৩০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাংলাদেশের বাজেট ২০২৩-২৪
ছবি: সংগৃহীত

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ১ হাজার ৩০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চলমান অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেটের পরিমাণ হলো ১ হাজার ৬২৮ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে এই খাতে প্রায় ২০ শতাংশ কম বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ হলো ১ হাজার ২৭৫ কোটি টাকা। সেই তুলনায় আগামী অর্থবছরে এই খাতে প্রায় ২ শতাংশ বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট বক্তৃতায় বলেন, 'বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আমরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করছি।'

তিনি যোগ করেন, 'শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে। তাছাড়া, "উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প" হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৮৬টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।'

অর্থমন্ত্রী বলেন, 'দক্ষ খেলোয়াড় তৈরির জন্য ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে বিভিন্ন বিভাগ থেকে নিয়মিত প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, খেলোয়াড়দের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া দল প্রেরণ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে।'

মুস্তফা কামাল আরও বলেন, 'আমাদের খেলোয়াড়দের সাফল্য বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশের মেয়েরাও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রাখছে। খেলোয়াড়দের কল্যাণের দিকেও আমরা বিশেষ দৃষ্টি রাখছি। বিশিষ্ট ক্রীড়াবিদ/সংগঠকদের জন্য শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাসিক ভাতা ও এককালীন অনুদান এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

7h ago