নাট্যকার মোহন খান মারা গেছেন

জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাট্য পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহন খানের মস্তিষ্কে টিউমার হয়েছিল। কিছু দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। রচনা করেছেন অন্তত ২ শতাধিক নাটক।

তার লেখা সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago