মস্কোয় ২ ভবনে ড্রোন হামলা হয়েছে: মেয়র

মস্কোয় ড্রোন হামলা
মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার রাজধানী মস্কোয় ২টি ভবনে ড্রোন হামলার অভিযোগ করেছেন সেখানকার মেয়র সেরগেই সোবিয়ানিন।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও রুশ সংবাদ সংস্থা আরটিসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, মস্কোর স্থানীয় সময় ভোরে এ হামলা চালানো হয়।

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, মেয়র সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানান, হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

তিনি জানান, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ২টি ভবন থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে।

রুশ সংবাদ সংস্থা রিয়া নোভোস্তির বরাত দিয়ে আরটি জানায়, মেয়র সোবিয়ানিন বলেছেন, ড্রোন হামলায় ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরটির প্রতিবেদনে আরও বলা হয়, জরুরি বিভাগের কর্মকর্তারা রিয়া নোভোস্তিকে জানিয়েছেন যে একটি ড্রোন একটি আবাসিক ভবনে হামলা চালায়।

এতে আরও বলা হয়, অপর একটি ড্রোন নগরীর দক্ষিণপশ্চিমে একটি ২৪-তলা ভবনে হামলা করে।

মেয়র সোবিয়ানিন ওই ২ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

ICT orders investigation of 7 cops, army man by Dec 19

"I was not related to Aynaghar," Ziaul told the International Crimes Tribunal (ICT) where he was produced today

41m ago