৫ মহাদেশে ‘অন্তর্জাল’ মুক্তি
বাংলাদেশসহ কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমা 'অন্তর্জাল'।
আজ রোববার সিনেমাটির পোস্টার মুক্তির মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে যে সিনেমাটি শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিনেমাটির পরিচালক দীপংকর দীপন বলেন, 'ইন্টারনেট দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। সিনেমার অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই সিনেমাটি ৫ মহাদেশের বাংলা সিনেমাপ্রেমীদের দেখার সুযোগ তৈরি করছি আমরা।'
'কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর সিনেমার গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে অন্তর্জাল সিনেমায়,' যোগ করেন তিনি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন।
সিনেমাটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
Comments