একটুখানি বাঁচার জন্য...

ছবি: রাশেদ সুমন/স্টার

জ্যৈষ্ঠের দুপুররোদ, এক নারী তার দুই সন্তানকে নিয়ে বসে পড়েছেন পাকা সড়কে। তার এক সন্তানের বয়স ২ মাস। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে সকাল ৯টায় তিনি দাঁড়িয়েছিলেন খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাকের সামনে। ছবিটি যখন তোলা হয় তখন সকাল ১১টা।

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানের পাশে ওএমএস ট্রাকের সামনে তখনো মানুষের দীর্ঘ সারি।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকের ভরসা এখন খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক।

ছবিটি গতকাল সোমবার তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোচিত্রী রাশেদ সুমন

Comments