টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাছ ব্যবসায়ী আলী আকবর বাপ্পী | ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে আলী আকবর বাপ্পী (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

আজ মঙ্গলবার রাত ১টার দিকে শহরের পার দিঘুলিয়া সেতুর পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বাপ্পীর বাড়ি চর দিঘুলিয়া এলাকায়। তার বাবার নাম দেলবর ব্যাপারী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ও পুলিশের সহকারী পরিদর্শক আতিকুর রহমান জানান, সদর থানা পুলিশ রাতে বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

56m ago