ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব মজনু অগ্নিসংযোগ মামলায় ১ দিনের রিমান্ডে

রফিকুল আলম মজনু
রফিকুল আলম মজনু। ছবি: সংগৃহীত

অগ্নিসংযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে ১ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

গত বছরের ডিসেম্বরে পল্টন মডেল থানায় করা এ মামলায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন এ রিমান্ডের আদেশ দেন।

পল্টন মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া আদালতে রফিকুল আলম মজনুর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নৈরাজ্য সৃষ্টি করতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে মজনু ও অন্যান্য পলাতক আসামি বোমা নিক্ষেপ করে।

গতকাল রোববার গভীর রাতে মজনুকে শাজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়েছিল বলে দাবি বিএনপির।

Comments

The Daily Star  | English
India visa restrictions for Bangladeshi patients

A wake-up call for Bangladesh to reform its healthcare

India’s visa restrictions on Bangladeshi nationals, while initially perceived as a barrier, could serve as a wake-up call for Bangladesh to strengthen its healthcare system and regain the confidence of its patients.

13h ago