গাজীপুরে অগ্নিসংযোগ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি
গাজীপুরের জয়দেবপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।
গাজীপুর বারের সাবেক সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষের আইনজীবী
সহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে মামলা করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হোসেন।
এতে ভোগড়া এলাকার বাসিন্দা মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
পরে ওই মামলায় তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানির পর ওই ঘটনার কোনো সাক্ষী না থাকায় এবং মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।
আদালতে শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের, অতিরিক্ত পিপি এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সহিদুজ্জামান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিন প্রমুখ।
Comments