মোদিকে নিয়ে তথ্যচিত্র

বিবিসিকে দিল্লি হাইকোর্টের তলব

বিবিসিকে তলব
ছবি: এএফপি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় সংবাদমাধ্যমটিকে তলব করেছে দিল্লি হাইকোর্ট।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন'কে ঘিরে গুজরাটভিত্তিক বেসরকারি সংস্থা 'জাস্টিস অন ট্রায়াল' মানহানি মামলা দায়ের করেছে।

বেসরকারি সংস্থাটির আইনজীবী হরিষ সালভি মনে করেন, বিবিসির ২ পর্বের তথ্যচিত্রে ভারত ও এর বিচার ব্যবস্থাকে হেয় করা হয়েছে।

আদালত বলেছে, বিবিসির তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির ভূমিকা নিয়ে যা তুলে ধরা হয়েছে তা ভারতের সুনাম ক্ষুণ্ণ করেছে। তথ্যচিত্রটি বর্তমান প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তৈরি করা হয়েছে—বাদীর এমন দাবির পরিপ্রেক্ষিতে বিবাদীকে তলব করা হয়েছে।

বিজেপির এক নেতার ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ মে দিল্লির এক বিচারিক আদালত বিবিসি, উইকিমিডিয়া ও ইন্টারনেট আর্কাইভকে তলব করে নোটিশ পাঠায়।

বিজেপি নেতার অভিযোগে আরও বলা হয়, এটি বিজেপি, আরএসএস ও ভিএইচপির মতো সংগঠনগুলোর সম্মানহানি করেছে।

Comments

The Daily Star  | English

Bangabandhu's Dhanmondi-32 residence being vandalised

Protesters stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession"

1h ago