জি৭ নেতাদের বিবৃতিতে রাশিয়া-চীনের তীব্র প্রতিক্রিয়া

জাপানে জি৭ সম্মেলন
জাপানের হিরোশিমায় জি৭ সম্মেলনে সদস্য ও সহযোগী দেশের নেতারা। ২১ মে ২০২৩। ছবি: রয়টার্স

জাপানে শীর্ষ ৭ শিল্পোন্নত দেশের (জি৭ নামে পরিচিত) সম্মেলনে নেতাদের যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এর প্রতিবাদ করেছে মস্কো ও বেইজিং।

আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল হিরোশিমায় জি৭ সম্মেলনে নেতারা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যেন 'জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে', সে বিষয়ে নতুন ব্যবস্থা ও তাইওয়ান সংকটের পরিপ্রেক্ষিতে 'উদ্বেগ' প্রকাশ করে।

এর প্রতিবাদ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জি৭ এর নেতারা 'নিজেদের শ্রেষ্ঠত্ব' বজায় রাখতে রাশিয়া ও চীনকে 'বাধা' দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জি৭ নেতাদের বিরুদ্ধে 'আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার' অভিযোগ এনেছে। মন্ত্রণালয় বলেছে, এই সংগঠনের 'নিজের ব্যবহার ও তা পরিবর্তনের ওপর' নজর দেওয়া প্রয়োজন।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, চীনকে 'কলঙ্কিত ও হুমকি দেওয়ার' সিদ্ধান্ত নেওয়ায় জি৭ এর আয়োজক জাপান ও সংগঠনটির সদস্যদের তীব্র নিন্দা করেছে বেইজিং।

চীন জি৭ কে যুক্তরাষ্ট্রের 'অর্থনৈতিক নিপীড়নের' সঙ্গী না হওয়ার আহ্বান জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

31m ago