দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ: মির্জা ফখরুল

লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আর কোনো ১০ দফা নয়, দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে আজ শনিবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষমতা নেই। গাইবান্ধায় সাম্প্রতিক নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।'

জনসভায় রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'দেশে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাদের। আওয়ামী লীগের অনেক নেতা সাইকেল চালক থেকে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন।'

'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি আর ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে,' যোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, 'বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মামলা নেই। এরা আমাদের শান্তি নষ্ট করেছে। এই সরকারের আমলে কখনো সাধারণ মানুষের কল্যাণ হবে না।'

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'আওয়ামী লীগ নাম শুনলেই জনগণ এখন ভয় পায়। কারণ, তারা ত্রাসের রাজনীতি করে। তারা রঙিন চশমা পরে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন আর পূরণ হতে দেওয়া যাবে না।'

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

15h ago