২৫ বছরের ক্যারিয়ারে সবই অর্জন: ফারজানা ছবি

ছবি: শেখ মেহেদী

ফারজানা ছবি ২৫ বছর ধরে অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘ  ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি অরণ্য আনোয়ার পরিচালিত 'মা' সিনেমায় অভিনয় করেছেন তিনি। মা মুক্তি পাচ্ছে আগামী ২৬ মে।

নতুন সিনেমা ও অভিনয় জীবনের নানা বিষয় নিয়ে ফারজানা ছবি সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।

আপনার অভিনীত 'মা' সিনেমা মুক্তি পাচ্ছে ২৬ মে, এই সিনেমায় আপনাকে কীভাবে দেখা যাবে?

ফারজানা ছবি: অরণ্য আনোয়ার খুব ভালো একজন পরিচালক। তার পরিচালিত প্রথম সিনেমা মা, যেখানে অভিনয় করেছি। সিনেমায় আমি বৌদ্ধ ধর্মের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে প্রথম কাজ করা হলো। যে সংকট ও পরিণতি হয় মেয়েটির জীবনে ও সিনেমায় তা সবাইকে ছুঁয়ে যাবে। 'মা' মুক্তিযুদ্ধের সিনেমা।

অনেকে বলেন একজন শিল্পী হচ্ছেন কাদামাটি, আপনি কি তাই মনে করেন?

ফারজানা ছবি: আমি একমত। শিল্পী হচ্ছেন কাদামাটি, তাকে যে পাত্রে রাখা হবে সেই আকার ধারণ করবেন। এটাই শিল্পীর বৈশিষ্ট্য। এটাই একজন শিল্পীর বড় কৃতিত্বের জায়গা। ২৫ বছরের অভিনয় জীবনে, শুরু থেকে গ্ল্যামারাস চরিত্রে  নিজেকে খুব একটা চাইনি। বিচিত্র সব চরিত্র টেনেছে আমাকে। এখনো তাই টানে। আমাদের সমাজের চারপাশে যে চরিত্র দেখি, সেভাবেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করি।

অভিনয় জীবনে কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন?

ফারজানা ছবি: অভিনয় জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছি চরিত্র নিয়ে। এটা আমার জন্য প্রাপ্তির। যেগুলোর জন্য চ্যালেঞ্জ নিয়েছি দর্শকদের কাছে তুমুলভাবে সেসব কাজ গ্রহণযোগ্যতা পেয়েছে। ভিন্নধর্মী কোনো পাণ্ডুলিপি নিয়ে যখন পরিচালকরা আমার কাছে এসেছেন, আমাকে খুঁজেছেন সেটা আমার কাছে  ছিল প্রাপ্তির।

একজন অভিনেত্রী তো আরেকজন মানুষ হয়ে বেঁচে থাকেন, তাই নয় কি?

ফারজানা ছবি: ঠিক তাই। একজন মানুষ হয়ে বহু মানুষের জীবনে, একজন মানুষ থেকে অন্য মানুষের জীবনযাপন করি আমরা স্ক্রিনে। আমি একেকদিন একেকটা মানুষ হব, এই আকাঙ্ক্ষা থেকেই তো শিল্পী  হয়েছি। আমি অভিনয়শিল্পী হতে চেয়েছি, অন্য কিছু না।

ক্যারিয়ারের শুরুটা কতটা কঠিন বা সহজ ছিল?

ফারজানা ছবি: শুরুর জার্নিটা খুব কঠিন ছিল, সহজ ছিল না। এক থেকে দেড় মাস রিহার্সাল করেছি একটি নাটকের জন্য। প্যাকেজ শুরু হলে গুটি গুটি পায়ে এগিয়েছি। একবারে সিঁড়ির ওপর উঠিনি। ধাপে ধাপে উঠেছি। সবার কাছে যে সম্মান পাই তা ধীরে ধীরে এগোনোর জন্য। নিজের নামটা পরিচিত করতে পেরেছি অভিনয় দিয়ে, এটা শিল্পী জীবনের প্রাপ্তি। এটা যদি অল্প দিনে পেয়ে যেতাম তাহলে মূল্যবোধটা তৈরি হত না।

একজন অভিনয় শিল্পীর জন্য সাহিত্য কতটা ভূমিকা রাখে?

ফারজানা ছবি: সাহিত্য কিন্তু মনের চোখ খুলে দিয়েছে আমাকে। সাহিত্য ও গান দুটোই এই কাজটি করেছে। মনের চোখ তৈরি করে দিয়েছে সাহিত্য। ছোটবেলায় এইম ইন লাইফে লিখেছিলাম শিল্পী হব। তাই হয়েছি।

বাংলা সাহিত্যের কোন কোন নারী চরিত্র আছে যা টানে?

ফারজানা ছবি: অজস্র চরিত্রে কাজ করতে চাই। শেষের কবিতার লাবণ্য হতে চাই। সমরেশ মজুমদারের গর্ভধারিণীর জয়িতা হতে চাই। রবীন্দ্রনাথের প্রতিটি নারী চরিত্রে নিজেকে কল্পনা করেছি সবসময়। যখন যেই চরিত্রে অফার আসে আমি নানাভাবে অলংকার দিয়ে তা সাজাই।

২৫ বছরের ক্যারিয়ারে অর্জন?

ফারজানা ছবি: ২৫ বছরের ক্যারিয়ারে সবই অর্জন। মানুষের ভালোবাসা, সম্মান, সবই অর্জন।

 

Comments

The Daily Star  | English
 Impact of higher interest rates bangladesh

Rising interest rates deter new investment, expansion plans

Rising rates are creating headwinds for at least 40 listed conglomerates

11h ago