অস্ট্রেলিয়া থেকে নায়ক ফারুককে নিয়ে যা লিখলেন শাবনূর

অস্ট্রেলিয়া থেকে নায়ক ফারুকের স্মৃতি লিখলেন শাবনূর
ফারুক ও শাবনূর। ছবি: সংগৃহীত

কিংবদন্তি নায়ক ফারুক গত ১৫ মে না ফেরার দেশে চলে গেছেন। বরেণ্য এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। তাকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে স্মৃতিচারণ করেছেন নব্বই দশকের দর্শকনন্দিত নায়িকা শাবনূর।

শাবনূর লিখেছেন, 'প্রথম ২ দিন আমি থমকে ছিলাম! ভাবছিলাম কি বলবো কারণ ঘটনাটি মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল! এইতো কিছুদিন আগে মনে হচ্ছে সেদিন দেখা হলো উনার সঙ্গে আমার! আমি তাকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম যখন উনি ইলেকশনে জয়ী হলেন! উনি আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া দিলেন আর বললেন, তুই সিডনি ইন্টারন্যাশনাল স্কুলটি খুলে সমাজের জন্যে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছিস! আমি অতি শিগগির তোর স্কুল ভিজিট করতে যাবো! উনার আর ভিজিট করা হলো না!'

শাবনূর লিখেন, 'তার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। আমি তার অভিনীত দুটি সিনেমার রিমেক 'রঙিন নয়ন মণি' ও 'রঙিন সুজন সখী' সিনেমায় অভিনয় করেছি। এজন্যে আমাদের পরিচালক শাহ আলম কিরণ ও মতিন রহমানের কাছে ভীষণ কৃতজ্ঞ! ফারুক ভাইয়া আমার দুটি ছবি দেখেই ভীষণ প্রশংসা করেছিল! একটা খারাপ লাগার বিষয় হলো যে সাদাকালো ও রঙিন সুজন সখীর মধ্যে ফারুক ভাইয়া, কবরী আপা, সালমান শাহ উনারা কেউই পৃথিবীতে নেই! এই ব্যাপারটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়!'

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

2h ago