দুপুরে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বৃষ্টি
আজ বুধবার দুপুরে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ছবি: স্টার

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করায় এর প্রভাবে আজ বুধবার দুপুরে রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'পশ্চিমা লঘুচাপের পাশাপাশি সাগর থেকে আসা বাতাসে জলীয়বাষ্প থাকায় বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ দুপুরে বা দুপুরের পর ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।'

এ দিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা ও ঝড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

এতে আরও বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Comments