‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু ২০ মে

স্টার ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে টানা চতুর্থবারের মতো আগামী ২০ মে থেকে 'ম্যাংগো স্পেশাল ট্রেন' চালু করতে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান গতকাল সোমবার তার সম্মেলন কক্ষে রেলওয়ের কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস, জেলা ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, আম চাষি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, 'আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য ২০ মে থেকে ট্রেন চালুর সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।'

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আহমেদ মাহবুব উল ইসলাম, শিক্ষা ও আইসিটির এডিসি পাপিয়া সুলতানা, রেলওয়ে বিভাগের পশ্চিমাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (ডিএই) মাসুদ আহমেদ, ভোক্তা অধিকার বিভাগের সহকারী পরিচালক মো. সভায় অন্যান্যের মধ্যে সুরক্ষা বিভাগের কর্মকর্তা মাসুম আলীসহ অন্যান্যরা।

রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি, ২০২১ সালে ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি এবং ২০২২ সালে ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৫ হাজার টন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago