সেন্টমার্টিনে কোনো পর্যটক আটকে নেই: টেকনাফ ইউএনও

ফাইল ফটো

সেন্টমার্টিনে কোনো পর্যটক আটকা নেই বলে জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান আজ শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'টেকনাফ-সেন্টমার্টিন রুটে গত ৩০ এপ্রিল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। তাই সেখানে কোনো পর্যটক যাওয়ার এবং ঘূর্ণিঝড়ের কারণে আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই।'

তিনি বলেন, 'সেন্টমার্টিনে এখন প্রায় ৭ হাজার মানুষ আছেন বলে ধারণা করা হচ্ছে এবং তারা সবাই স্থানীয়। সেন্টমার্টিনে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ বাস করে। তাদের মধ্যে কিছু লোক গত ২ দিনে ট্রলার এবং নৌকায় করে টেকনাফে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।'

'প্রায় ৭ হাজার মানুষ যারা এখন দ্বীপটিতে অবস্থান করছেন, তাদের জন্য ৩৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, পানীয় জল ও ওষুধ মজুদ রাখা হয়েছে, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago