কলাপাড়া

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

Drowning
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো-সোহেল ফকিরের মেয়ে শারমিন (৫) এবং ছেলে রুমান (৭) এবং রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)। শারমিন ও রুমান আপন ভাইবোন এবং মরিয়ম তাদের চাচাতো বোন। 

সোহেলের স্ত্রী তানজিলা বেগম ডেইলি স্টারকে জানান, তিনি দুপুরে ছোট সন্তানকে নিয়ে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। এ সময় তার মেয়ে শারমিন ও ছেলে রুমান চাচাতো বোন মরিয়মকে নিয়ে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায়।

পুকুরের পানিতে ডুবে যাওয়ার পর প্রথমে এক শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুর থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

12h ago