রোববার দুপুরে কক্সবাজার অতিক্রম করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’

ঘূর্ণিঝড় মোখার অবস্থান। ছবি: উইন্ডি.কম থেকে নেওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' আগামী রোববার দুপুরে কক্সবাজার ও সিত্তের কাছে কিয়াকপিউ শহরের মাঝ দিয়ে বয়ে যেতে পারে।

সেসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৫০-১৬০ কিলোমিটার থাকতে পারে।

আজ শুক্রবার ভারতীয় আবহাওয়া বিভাগের সর্বশেষ সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় 'মোখা' বাংলাদেশের কক্সবাজার থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

বুলেটিন অনুসারে, ঘূর্ণিঝড়টি খুব সম্ভব উত্তর-উত্তরপূর্ব দিকে সরতে পারে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড়টি ভূমিতে আছড়ে পড়ার সময় সাধারণ জোয়ারের তুলনায় ২ মিটার বা ২ দশমিক ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সেসময় কক্সবাজার ও এর আশেপাশে উপকূলে নিচু এলাকা ডুবে যেতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘূর্ণিঝড়টি কখন কক্সবাজার অতিক্রম করবে, সেই বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট করে কিছু বলিনি। কিন্তু, ভারতীয় আবহাওয়া বিভাগ যে ধারণা দিয়েছে, তার কাছাকাছি সময়েই ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করতে পারে।'

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago