বাংলাদেশের হলে প্রতিদিন ‘পাঠান’র ১৯৮ শো

শাহরুখ খান, পাঠান, দীপিকা পাড়ুকোন,
অনেক সিনেমাহলে পাঠানেরে পোস্টার টানানো হয়েছে। ছবি: স্টার

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' বাংলাদেশে মুক্তি পাচ্ছে আসছে শুক্রবার। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে।

পাঠানের আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাঠান সিনেমাটি সারাদেশের ৪১টি হলে প্রতিদিন ১৯৮টি শো চলবে। মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট শেষের পথে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ই-টিকেটিং ও বক্স অফিস থাকায় সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। অগ্রিম টিকিট বিক্রির পর থেকে ভালো সাড়া ফেলেছে। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে।'

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের পাঠান মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সিনেমাটি আরও করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

মুক্তির একমাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে পাঠান।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

42m ago