শাহরুখের ‘ডানকি’ টপকে বক্স অফিসে এগিয়ে প্রভাসের ‘সালার’ 

শাহরুখ খান, প্রভাস, ডানকি, সালার, শাহরুখের ডানকি, প্রভাসের সালার,
শাহরুখ খান ও প্রভাস। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা 'সালার' ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করেছে। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ২৯৫ কোটি ৭ লাখ রুপি আয় করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, বলিউড বাদশাহ শাহরুখ খানের 'ডানকি' মুক্তির ৩ দিনে আয় করেছে ১০৩ কোটি রুপি।

সালারের বক্স অফিস সংগ্রহ

'সালার' দিয়ে যেন বড় পর্দায় নতুন করে প্রত্যাবর্তন হলো প্রভাসের। তার অভিনয় ভক্ত ও দর্শকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সিনেমাটি প্রশান্ত নীলের বড় একটি অ্যাকশনধর্মী কাজ। মুক্তির দিনে 'সালার' বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছিল। এটি দ্বিতীয় দিনে ভারতের ৫৫ কোটি রুপি আয় করেছে। দুই দিনে ভারতে সিনেমাটির আয় ১৪৫ কোটি ৭০ লাখ রুটি। এর জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে তৃতীয় দিনে সিনেমাটির ভারতে ২০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রথম দিনের আয়ে চলতি বছর মুক্তি পাওয়া 'অ্যানিমাল', 'পাঠান', 'জওয়ান', 'লিও'সহ অন্যান্য সিনেমাকে ছাড়িয়ে গেছে সালার। প্রশান্ত নীল পরিচালিত সালার মুক্তির দিনে বিশ্বব্যাপী ১৭৮ কোটি ৭ লাখ রুপি আয় করেছে। দ্বিতীয় দিনেও সিনেমাটি বিশ্ব বক্স অফিসে সাফল্য ধরে রেখেছিল। দ্বিতীয় দিনে সালার ১১৭ কোটি রুপি সংগ্রহ করতে পেরেছে। এটি বিশ্বব্যাপী আয় করেছে ২৯৫ কোটি ৭ লাখ রুপি।

সংক্ষেপে 'সালার'

আগেই জানানো হয়েছে, 'সালার' পর্বে মুক্তি পাবে। প্রথম অংশের শিরোনাম 'সালার: পার্ট ওয়ান সিজফায়ার'। এর দ্বিতীয় অংশের নাম হবে 'শৌর্যঙ্গা পার্বম'। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে প্রভাস ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান ও জগপতি বাবু অভিনয় করেছেন।

সিনেমাটিতে দেব বা সালার চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ভারধরাজা মান্নার চরিত্রে অভিনয় করেছেন  পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবুকে রাজামান্নার চরিত্রে দেখা যাচ্ছে এবং শ্রুতি হাসানকে দেখা যাবে আদ্যা ভূমিকায়। 'সালার: পার্ট ওয়ান' তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড়সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago