বান্দরবানে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

Elephant Final.jpg
বন্য হাতি। স্টার ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আকতার হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারি চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

লামা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, বন্য হাতি আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তা গেছেন। আইনি প্রক্রিয়া গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের বিধান অনুযায়ী ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করব।

ক্ষতিপূরণের পরিমাণ বিষয়ে জানতে চাইলে আরিফুল হক বলেন, 'বন বিভাগের বিধান অনুযায়ী বুনো হাতির আক্রমণে কোনো ব্যক্তির সরাসরি মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।'

লামা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. নাহিদ হোসেন বলেন, 'নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

স্থানীয়রা জানায়, জমির পাকা ধান কেটে ঘরের উঠানে রেখেছিলেন আকতার হোসেন। উঠানে বন্য হাতির উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে লাইট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাতির দলটি তাকে তাড়া করে। একপর্যায়ে ঘরের হাতি আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago