বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রতির মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ত্রাস, চাঁদাবাজি, সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বান্দরবানে 'সম্প্রীতির মিছিল' অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়, যা উজানীপাড়া-মধ্যম পাড়া হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে স্থানীয় এক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একটি পথনাটক প্রদর্শিত হয়।
সন্ধ্যা ছয়টায় জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে সম্প্রীতির মিছিল ও কনসার্টকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা সদর সেনা ক্যাম্পের জোন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
সেখানে তিনি দাবি করেন, ২০২২ সাল থেকে বান্দরবানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় জেলার সাধারণ মানুষের জীবন-জীবিকা, পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্য একরকম স্থবির হয়ে পড়েছে।
চাঁদাবাজি, অপহরণ, ছিনতাইয়ের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
Comments