মেক্সিকোতে বাংলাদেশিসহ ১১৩ অপহৃত অভিবাসী উদ্ধার

উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। 
গুগল ম্যাপ থেকে নেওয়া

মেক্সিকোতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। 

মেক্সিকোর রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এসব অভিবাসীরা অপহৃত হয়েছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অপহরণ হওয়া এল সালভাদর, হন্ডুরাস, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পেরু, নেপাল, বাংলাদেশ, কিউবা, কলম্বিয়া, ব্রাজিল ও আফগানিস্তানের নাগরিকদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় বলছে, পুলিশের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। 

অভিযানে 'অভিবাসীদের সঙ্গে অপরাধ' করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জন হন্ডুরান নাগরিক।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোর শহরে শুক্রবার ১০ কলম্বিয়ান নাগরিককে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে একই এলাকায় ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু, ডোমিনিকান রিপাবলিক এবং মেক্সিকোর আরও ৬৩ জন অভিবাসী মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করার সময় অপহৃত হয়। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago