পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলা: রাশিয়া

গতকাল শুক্রবার আইসিসির পক্ষ থেকে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে।
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রয়টার্স জানায়, গতরাতে এই হামলা হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ।

এটিকে 'পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড' উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে, এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।

আরআইএ'র প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনে পুতিনের বাসভবন লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়, তবে দুটি আক্রমণই প্রতিহত করা হয়েছে।

এ ঘটনায় পুতিন আহত হননি এবং ক্রেমলিনের ভবনগুলো অক্ষত আছে।

আরআইএ জানায়, আগামী ৯ মে বিজয় দিবসের প্যারেডের প্রাক্কালে এ ধরনের 'পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড'কে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে দেখছে ক্রেমলিন। 

তবে এ ঘটনার জন্য পুতিন তার শিডিউলে কোনো পরিবর্তন আনেননি এবং যথারীতি কাজ করছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

উপযুক্ত সময়ে এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমসহ সামরিক নিউজ আউটলেট জাভেজদা চ্যানেলে প্রচারিত যাচাই না করা একটি ভিডিওতে দেখা গেছে, কথিত ড্রোন হামলার পর প্রাচীর ঘেরা মূল ক্রেমলিন প্রাসাদের পেছনে ফ্যাকাশে ধোঁয়া উড়ছে।

Comments

The Daily Star  | English

Yunus hails armed forces' role in safeguarding independence

The chief adviser extended his heartfelt congratulations and best wishes to the members of the army, navy and air force

40m ago