টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিলেন জ্যাক মা

চীনা ধনকুবের জ্যাক মা। ছবি: রয়টার্স

ই-কর্মাস জায়ান্ট আলিবাবা ছাড়ার পর পুরোনো পেশাতেই ফিরেছেন চীনা ধনকুবের জ্যাক মা।

এএফপি জানায়, গতকাল সোমবার তিনি জাপানের একটি কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন।

মর্যাদাপূর্ণ টোকিও বিশ্ববিদ্যালয়ের অংশ টোকিও কলেজ জানায়, ব্যবসায় উদ্যোগ, করপোরেট ব্যবস্থাপনা এবং উদ্ভাবনের বিষয়ে জ্যাক মা তার সমৃদ্ধ অভিজ্ঞতা এবং অগ্রণী জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

২ বছর আগে প্রযুক্তি শিল্পের ওপর চীনা সরকারের ক্র্যাকডাউনের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ৫৮ বছর বয়সী জ্যাক মা। 

তবে সম্প্রতি তিনি হংকং ইউনিভার্সিটি অব বিজনেস স্কুল থেকে ৩ বছরের জন্য সম্মানসূচক প্রফেসরশিপ গ্রহণ করেন। যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে।

টোকিও কলেজের ওয়েবসাইটে বলা হয়েছে, জ্যাক মা তার অনুষদ সদস্যদের সঙ্গে 'বিশেষ করে টেকসই কৃষি এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে' যৌথ গবেষণা ও প্রকল্প পরিচালনা করবেন।

এ ছাড়াও, বিভিন্ন গবেষণার বিষয়ে তিনি 'পরামর্শ এবং সহায়তা' করবেন বলেও আশা করা হচ্ছে।

আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা পূর্ব চীনের হ্যাংঝো ডিয়ানজি বিশ্ববিদ্যালয়ে ৮ বছর ইংরেজি পড়িয়েছেন।

 

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

37m ago