অনলাইন ক্যাসিনো

অর্থপাচার মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড

অর্থপাচার মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড
অনলাইনভিত্তিক ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান। ছবি: স্টার ফাইল ফটো

অনলাইন ক্যাসিনোর 'মূলহোতা' সেলিম প্রধানকে অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা আয় ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক বদরুল আলম ভূঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তাকে এ ধরনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে।

বিচারক আরও বলেন, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসার মাধ্যমে তার সম্পদ অর্জন করেছেন। তিনি থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেছেন।

এর আগেও কয়েকবার অপরাধের গভীরতা বিবেচনা করে সেলিম প্রধানের জামিন আবেদন না মঞ্জুর করে আদালত।

এ নিয়ে মামলাটিতে মোট ৩৯ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে গত বছরের ৩১ অক্টোবর এ মামলায় সেলিমের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরু করেন আদালত।

গত বছরের ৪ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে চার্জশিট জমা দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব-১। পরে তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে তার ৩ সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মোট ৩টি মামলা হয়েছে, বর্তমানে সেগুলো ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago