পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

বজ্রপাত। প্রতিকী ছবি: এএফপি
বজ্রপাত। প্রতিকী ছবি: এএফপি

তীব্র দাবদাহের পর ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে মধ্যম পর্যায়ের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের ৫ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতে ৪ জন মারা গেছেন।

এছাড়াও মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনায় ২ জন করে আরও ৪ জন মারা গেছেন বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা জানান, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা থেকে আরও ৬ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

পুলিশের ১ কর্মকর্তা বলেন, 'পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার পল্লী অঞ্চল থেকে ৩ জন করে মোট ৬ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে।'

সরকারি কর্মকর্তাদের মতে, মৃতদের বেশিরভাগই কৃষক। তারা খেতে কাজ করার সময় বজ্রের আঘাতে প্রাণ হারান।

 

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

15h ago