ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া শুক্রবার

dr.-zafrullah
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। ছবি: ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ এপ্রিল (শুক্রবার) এই দোয়া অনুষ্ঠিত হবে বলে আজ দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী, নারীনেত্রী শিরীন প হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ী ও সহযোদ্ধা সবাইকে নিয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার ২৮ এপ্রিল (বাংলা ১৪৩০ সনের ১৫ বৈশাখ) বিকেল ৪টায়। ধানমন্ডির (৫১, ভাষা সৈনিক তোয়াহা সড়ক, ৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯) নিজ বাসভবনে এই দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

গত ১১ এপ্রিল রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শুক্রবার সকাল থেকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জুমার নামাজের পর জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হয়।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago