মারা গেছেন সাবেক টেনিস খেলোয়াড় শোভন জামালী
বাংলাদেশের সাবেক টেনিস খেলোয়াড় শোভন জামালী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন।
মঙ্গলবার এক বিবৃতিতে শোভনের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ)। তার বাবা ছিলেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালী।
শোভন একক ইভেন্টে তিনবার জাতীয় টেনিস চ্যাম্পিয়ন ছিলেন। দ্বৈত ইভেন্টেও তিনি দুবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়া, ডেভিস কাপ, জুনিয়র ইউএস ওপেন ও জুনিয়র উইম্বলডনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সালের মধ্যে মোট ১০ বার ডেভিস কাপের বাংলাদেশ দলের অংশ ছিলেন শোভন। এই প্রতিযোগিতায় তিনি ৫৩ ম্যাচ খেলে ২৫টিতে জিতেছিলেন।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী শোভন ক্যানবেরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামীকাল বুধবার সেখানেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
Comments